সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, গোসাইরহাট, শরীয়তপুর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য অধিদপ্তরাধীন প্রতিটি উপজেলায় উপজেলা মৎস্য অফিস অবস্থিত।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসের মাধ্যমে অত্র উপজেলার সকল জলাশয়কে আধুনিক মাছ চাষের আওতায় আনা, মৎস্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি , মৎস্য সম্পদ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষা, মানুষের প্রানিজ আমিষের চাহিদা পূরণ এবং মৎস্য উৎপাদন বৃদ্ধির জন্য মৎস্যচাষীদের মাঝে ঋণ বিতরণ, পুকুর পরিদর্শন পূর্বক সংস্কারের জন্য পরামর্শ প্রদান, গুনগত ও মানসম্মত পোনা উৎপাদনের জন্য হ্যাচারী ও নার্সারী পরিদর্শন ও পরামর্শ প্রদান, মৎস্য আইন বাস্তবায়নের লক্ষ্যে হাট-বাজার, পরিবেশ উপযোগী মৎস্য আড়ত, হ্যাচারী ও নার্সারী উন্নয়ন ও পরামর্শ প্রদানসহ উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তিকরনের মাধ্যমে মৎস্যজীবিদের আর্থ- সামাজিক অবস্থার উন্নয়ন ইত্যাদি কার্যক্রম নিয়মিত বাস্তবায়িত হচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস